ফারিয়া শাহরিন-ইরফান সাজ্জাদের ফুটেজ উদ্ধার!

এ প্রসঙ্গে নাটকের পরিচালক জীবন শাহাদাৎ বলেন, ‘নাটকটি টেলিভিশনের জন্য নির্মিত হলেও ফুটেজ হারিয়ে বেকায়দায় পড়ে গিয়েছিলাম। শেষমেষ ইউটিউবে দর্শকদের কাছে পৌঁছাতে পেরেছি এটাই স্বার্থকতা। ইতিমধ্যে ভালো সাড়াও পেয়েছি।’
ফারিয়া-ইরফানপুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার বাকরখানির ওপর তথ্যচিত্র বানাতে বিদেশ থেকে দেশে আসেন প্রবাসী ফারিয়া। কাজ করতে গিয়ে পরিচয় হয় চারুকলা বিভাগের ছাত্র ও শৌখিন ফটোগ্রাফার শব্দ আহমেদের সঙ্গে। ফারিয়ার তথ্যচিত্রে কাজে সাহায্য করতে গিয়ে শব্দ একের পর এক অদ্ভুত ঘটনা ঘটাতে থাকেন।
এর ফাঁকে চলতে থাকে বাখরখানি নামকরণের পেছনের গল্প। এতে শব্দ আহমেদের চরিত্রে ইরফান সাজ্জাদ ও ফারিয়ার চরিত্রে অভিনয় করেছেন ফারিয়া শাহরিন। ইফফাত জাহানের গল্প ভাবনায় নাটকটিতে অারো অভিনয় করেছেন কচি খন্দকার, গোলাম সারোয়ার, আনোয়ার হোসেন প্রমুখ
বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম/