ফিরছেন শরিফুল রাজ, ঈদে আসছে ‘ইনফিনিটি ২’

0 ২২৩

সিরিজটির পোস্টার। ছবি : প্রযোজনা প্রতিষ্ঠানের সৌজন্যেপরান’ ও ‘হাওয়া’ সিনেমার আলোচিত চিত্রনায়ক শরিফুল রাজ এবার আসছেন ওটিটিতে। আসন্ন ঈদে বিঞ্জে মুক্তি পাবে তাঁর সাত পর্বের ওয়েব সিরিজ ‘ইনফিনিটি সিজন টু’।

ম্যাক্স রাহমানের চিত্রনাট্যে সিরিজটি পরিচালনা করেছেন মেহেদি হাসিব। এবারের সিজন প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘এবারের গল্পটা আরও স্পেসিফিক। গত সিজনের বেশ কিছু রহস্যের উত্তরও দেয়া আছে গল্পের ভেতরেই। এবার আনকাট/লং টেকের ব্যবহার করেছি আমারা, বেশ কয়েকটা অ্যাকশন দৃশ্য উপভোগ করতে পারবে দর্শকরা।’

শরিফুল রাজ বলেন, ‘সিরিজটি দর্শক পছন্দ করবে বলে আমার ধারণা। দীর্ঘদিন আমার নতুন কোনো কাজ আসেনি। এই ওয়েব সিরিজের মাধ্যমে দর্শকরা আবার আমাকে খুঁজে পাবে।’

শরিফুল রাজ ছাড়াও এই সিরিজে অভিনয় করেছেন আব্দুন নূর সজল, মুমতাহিনা চৌধুরী টয়া, সাঞ্জু জন, শিবলি নোমান, মুরাদ পারভেজসহ অনেকেই। বিশেষ দুটি চরিত্রে কাজ করেছেন এস এন জনি ও সামিয়া অথৈ।

Leave A Reply

Your email address will not be published.