ফিলিপাইনে কিশোর হত্যায় ৩ পুলিশের ৪০ বছর কারাদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনে এক কিশোরকে হত্যার অভিযোগে ৩ পুলিশ সদস্যের প্রত্যেককে ৪০ বছর করে কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। পাশাপাশি ফিলিপাইনের মুদ্রায় ৩ লক্ষ ৪৫ হাজার পেসো জরিমানাও করা হয় তাদের।
গেল বছর এক অভিযানে কিয়ান দেলোস সান্তোস নামের ১৭ বছরের ওই কিশোরকে হত্যা করে ফিলিপাইন পুলিশ।
এর পর বলা হয়, ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ওই কিশোরকে হত্যা করা হয়। হত্যার পর ওই কিশোরকে মাদক বিক্রেতা হিসেবে দাবি করে পুলিশ। যগিও কিয়ানের পরিবার বারবারই এ অভিযোগের বিরোধিতা করে আসছিল। খবর: বিবিসির
রায় ঘোষণার পর বিচারক রোলডলফো আজুসেনা বলেন, ‘অতিরিক্ত শক্তি প্রয়োগ না করেও পুলিশ তার দায়িত্ব পালন করতে পারে। আগে গুলি, পরে চিন্তা-এমন ধারণা কোনও সভ্য দেশে চলতে পারে না। হত্যাকাণ্ডের দ্বারা কখনও আইনের শাসন প্রতিষ্ঠা করা যায় না। কারও জীবন নিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা যায় না।’
উল্লেখ্য, ২০১৬ সালে মাদকবিরোধী অভিযান শুরু করার পর থেকে সরকারি হিসাবে দেশটিতে প্রায় ৫ হাজার মানুষ নিহত হয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর মতে এ সংখ্যা ১২ হাজারের বেশি।
বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম/