ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, প্রশাসন ও পুলিশ সদস্যসহ জনপ্রতিনিধিদের মাঝে শুক্রবার সকাল ১১টায় জীবানু সুরক্ষা সামগ্রী পার্সোনাল প্রটেকশন ইকুপমেন্ট (পিপিই) সরবরাহ করা হয়েছে।
সাবেক মন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি’র ব্যক্তিগত উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সদস্য, দলীয় স্বেচ্ছাসেবকসহ জনপ্রতিনিধিদের মাঝে সরবরাহকৃত পিপিই আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাতে তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হায়দার আলী শাহ ও সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল। এ সময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিঞা মোহাম্মদ আশীষ বিন হাছান, উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামীম আশরাফ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ হাসানুল হোসেন, উপজেলা প্রকৌশলী মো. শাহিদুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুম্মান আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন নাহার, অধ্যক্ষ সিরাজুল ইসলাম, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সাংগঠনিক সম্পাদক প্লাবন শুভ, দৈনিক দেশ মা’র নির্বাহী সম্পাদক চন্দ্রনাথ গুপ্ত, আনন্দ টিভি প্রতিনিধি হারুন উর রশিদ, মাইটিভি প্রতিনিধি ফিজারুল সরকার ভুট্টু প্রমুখ।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন বলেন, করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সম্মুখ যোদ্ধা হিসেবে যারা কাজ করছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সাবেক মন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি ব্যক্তিগত এই পিপিই সরবরাহ করা হয়েছে। এরমধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সদস্য, জনপ্রতিনিধিসহ দলীয় স্বেচ্ছাসেবী হিসেবে কর্মরত ব্যক্তিবর্গ রয়েছেন।