ফ্রি ফেয়ার ইলেকশন করতে যে ধরনের যতদুর সহায়তা চাবে আমরা করবো- রাজশাহীতে সেনাবাহিনীর প্রধান
স্টাফ রিপোর্টারঃ আমরা এই সরকারকে সর্বত্বক ভাবে সহায়তা করবো। সরকার কিছু সংস্কার কারতে চাচ্ছে এবং একটা ফ্রি ফেয়ার ইলেকশন করতে চাচ্ছে। সেটার জন্য যে ধরনের যতদুর সহায়তা তার আমাদের কাছে চাবে, সেটা আমরা করবো। মঙ্গলবার বিকেলে রাজশাহী সেনানিবাসে সাংবাদিকদের সাথে মতবিনয় কালে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ জামান এ কথা বলেন।
সেনাবাহিনীর প্রধান বলেন, আমরা সবাই মিলে যদি সুন্দর পরিবেশ বজায় রাখতে পারি তাহলে দেশকে উন্নতির দিকে নিয়ে যাব।
তিনি বলেন, আমরা সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছি। সেজন্য সকলে সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, পুলিশ কাজ শুরু করেছে এটা আশার কথা। সেনাবাহিনী তাদের সাথে কাজ করে যাচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে সেনাবাহিনী তাদের ব্যারাকে ফিরে যাবে। সেনাবাহিনীর প্রধান বলেন, রাজশাহী বিভাগের আটটি জেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে অপ্রীতিকর ঘটনার উল্লেখযোগ্য কোন খবর নাই। যা অত্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। সকলকে নিয়ে কাজ করার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে উল্লেখ করেন তিনি।
এ সময় রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আনিসুর রহমান, রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ, মহানগর পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার সহ অনেকে উপস্থিত ছিলেন।