বগুড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত
বগুড়া প্রতিনিধি: নওগাঁ বাণিজ্যমেলা নিজবাড়ীতে ফেরার পথে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। ঘটনায় ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।
রবিবার( ০২ ফেব্রুয়ারী) রাত অনুমান ১০ টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সান্তাহার পৌর শহরের বাঁশহাটি মৎস্য আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা তিনজন হলেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার কোনকাই গ্রামের আব্দুর রহমানের ছেলে আল হোসাইন (১৯), একই এলাকার মাস্টারপাড়ার জিয়ার ছেলে নেওয়াজ (২০) ও মঞ্জুয়ারার ছেলে মিথুন (১৯)।
নিহত আল হোসাইনের জমজ ভাই আল হাসান বলেন, রবিবার বিকেলে তিনটি মোটরসাইকেলে ৯ বন্ধু মিলে নওগাঁ ব্যানিজ্য মেলা ঘুরতে যাই। আমরা রাতের বেলায় মেলা থেকে বাড়ি ফেরার পথে সান্তাহার পৌর শহরের বাঁশহাটি অতিক্রম করার সময় ট্রাকের সাথে ধাক্কা লেগে চাকায়পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই আমার ভাই আল হোসাইন সহ একটি মোটরসাইকেলে থাকা তিনজনের মৃত্যু হয়। আমরা সান্তাহার পোঁওতা রেলগেট থেকে ফিরে এসে দেখি সড়কে আমার ভাইসহ তিনজনের নিথর দেহ পড়ে রয়েছে।
এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-সহকারি পরিদর্শক (এএসআই) আজিমুল হক জানান, তারা এক মোটরসাইকেলে তিনজন আসার সময় ঢাকাগামী একটি কোচ ওভারটেক করে সামনে যাওয়ার পথে নিয়ন্ত্রন হারিয়ে সামনের দিক থেকে আসা ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি আটক করা যায়নি।