বগুড়ায় মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু

0 ১৪৭

বগুড়া প্রতিনিধি: জেলার অর্থনৈতিক কর্মকা- সচল রাখতে, নারী উদ্যোক্তাদের সুযোগ সৃষ্টিতে, এ ধরণের উদ্যোগ বিশেষ ভূমিকা রাখে। নিজেদের উৎপাদিত পণ্যের বাজার বিস্তৃতি লাভ করবে। ক্ষুদ্র উদ্যোক্তারা শুধু নিজেদের নয় দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা গুরুত্ববহন করবে এমনটা প্রতিপাদ্য করে বগুড়ায় মাসব্যাপি শিল্প ও বাণিজ্য মেলার যাত্রা শুরু হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় শহরের ঠনঠনিয়া এলাকায় মোহাম্মদআলী হাসপাতাল মাঠে সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র আয়োজনে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি গনেশ দাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মেজবাউল করিম। সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাধারণ সম্পাদক আবু সাঈদের সঞ্চালনায় এতে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, বগুড়া চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি সাইরুল ইসলাম, মোহাম্মাদ আলী হাসপাতালের আরএমও ডাঃ শাহীন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু সাঈদ মোঃ কাওছার রহমান, বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান, সদস্য সচিব সবুর শাহ লোটাস, ব্রাদার্স কর্পোরেশনের স্বত্বাধিকারী মোঃ আরিফ প্রমুখ।
জানা যায়, ব্রাদার্স কর্পোরেশনের বাস্তবায়নে মেলায় ১০০টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে তরুন উদ্যোক্তারা মেলায় অংশগ্রহন করছেন। ৬টি প্যাভিলিয়নসহ ষ্টলগুলোতে আকর্ষনীয় পণ্য রয়েছে। এছাড়া দর্শনার্থী শিশুদের বিনোদনের জন্য ইলেক্ট্রিক নাগরদোলা, ড্রাগন ট্রেন, ভুতের বাড়ীসহ নানান ধরনের আধুনিক রাইড রয়েছে। মেলার প্রবেশ মূল্য করা হয়েছে ২০টাকা। আলোচানা সভা শেষে দেশের খ্যাতিমান বাউল শিল্পী সুকুমার বাউল গান পরিবশেন করেন।
সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি গনেশ দাস জানান, বগুড়ায় উৎসবমুখর পরিবেশে শিল্প ও বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। মাসব্যাপী এই মেলায় ৬টি প্যাভিলিয়ন এবং ১০০টি স্টল আকর্ষণীয় পণ্য নিয়ে অংশ নিয়েছে। এ ছাড়া শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন ধরনের আধুনিক রাইড, হরেক রকমের খাবার ও দেশীয় পোশাক দৃষ্টি কাড়বে।

Leave A Reply

Your email address will not be published.