বগুড়া জেলা প্রতিনিধি: ‘রুখে দাঁড়াও বাঙালি, নিপাত কর জঙ্গিবাদ, গড় সোনার বাংলাদেশ এই স্লেøাগানকে সামনে রেখে দেশব্যাপী সন্ত্রাস, জঙ্গিবাদ, গুপ্তহত্যা, নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে সকল স্তরে জঙ্গিবাদের অপতৎপরতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির চলমান প্রক্রিয়ার এক পর্যায়ে বগুড়ার শেরপুরে ছোনকা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় ও শেরউড ইন্টারন্যাশনাল প্রাইভেট স্কুল এ্যান্ড কলেজের উদ্যোগে গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় স্ব স্ব বিদ্যালয়ের সামনের ঢাকা-বগুড়া মহাসড়কে বিশাল জঙ্গি বিরোধী সমাবেশ ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
ছোনকা উচ্চ বিদ্যালয়ে মানববন্ধনে এস এম আরিফুজ্জামান মৃদুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শেরপুর উপজেলা কৃষকলীগের সভাপতি এসএম আবুল কালাম আজাদ, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, প্রধান শিক্ষক এএসএম রশিদুল হাসান, সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল খালেক, ছোনকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম বেলাল হোসেন, সাবেক ভি.পি মির্জা এম এ মালেক, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আলাউদ্দিন সরকার, আমিনুল ইসলাম প্রমূখ।
শেরউড ইন্টারন্যাশনাল প্রাইভেট স্কুল এ্যান্ড কলেজে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মোঃ মহসিন আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদুল ইসলাম (বাবু), শিক্ষক সমন্বয়কারী আলহাজ্ব মোঃ আজিজার রহমানসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।
সমাবেশ ও মানব বন্ধন শেষে বর্তমান সরকারের উন্নয়ন, মধ্যম আয়ের দেশ গড়ার দৃঢ় প্রত্যয়কে বানচালসহ সরকারকে উত্থাত করতে জঙ্গি সংগঠনগুলো দেশব্যাপী অরাজকতা সৃষ্টি করে যাচ্ছে। দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সকলকে দলমতের উর্ধ্বে থেকে ঐক্যবদ্ধ হয়ে দুর্বার প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান বক্তারা।