শেরপুর(বগুড়া) প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উত্তরাঞ্চলের অন্যতম শারদীয় শিল্প, সংস্কৃতি ও সাহিত্য সাময়িকী মহার্ঘ’র এর ৮ম বার্ষিকী পুজা সংখ্যার প্রকাশনা উৎসব ২০১৬ গত সোমবার দুর্গা পুজার মহানবমী’র শুভ সন্ধ্যায় বগুড়ার শেরপুর পৌরসভা মিলনায়তনে এক অনাড়ম্বর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
প্রকাশনা উৎসবের শুভ উদ্বোধনী ঘোষনা করেন শেরপুর পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তার। মহার্ঘ’র সম্পাদক ও প্রকাশক সাংবাদিক দীপক কুমার সরকার’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, বগুড়া-৫ শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সরোয়ার জাহান, থানার পুলিশ পরিদর্শক তদন্ত মিজানুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক নিমাই ঘোষ, শেরপুর সাহিত্য চক্রের আহবায়ক অধ্যক্ষ এস.এম বেলাল হোসেন। সাংবাদিক নাহিদ হাসান রবিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্বাগত বক্তব্য রাখেন শেরপুর শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম মজনু, পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর নাজমুল আলম খোকন, কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দার ববি, বাংলাদেশ মুসলিম, হিন্দু, খ্রীস্টান পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অনন্ত শুক্লা, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন জুম্মা। অনুষ্ঠানে এ সময় শেরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুল হক, কাউন্সিলর জাহিদুর রহমান টুলু, রেজাউল করিম সিপ্লব, মুকুল হোসেন, মহিলা কাউন্সিলর আরজুমান আরা লিলি, ফরিদা হক, শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাফ্ফর আলী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সংগ্রাম কুন্ডু, সাংবাদিক জাহাঙ্গীর ইসলাম, শফিকুল ইসলাম শরীফ, শামীম সরকার বিদ্যুৎ, আরিফুজ্জামান হীরা, এবিএম শফিকুল ইসলাম বাবলু, উত্তম সরকার, বাদশা আলম, শ্রীকৃষ্ণ কর্মকার, ইউনুস আলী, আবু বকর সিদ্দিক প্রমুখসহ কবি, সাহিত্যিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পবিত্র গীতা থেকে পাঠ, প্রধান ও বিশেষ অতিথিসহ অনুষ্ঠানে আগন্তক সুধিদের ফুলের শুভেচ্ছায় বরণ শেষে শারদ সংকলন মহার্ঘ’র মোড়ক উম্মোচন করেন অতিথিরা। অনুষ্ঠানে শারদ সাহিত্য সাময়িকী মহাঘ’র ৮ম বার্ষিকী সংখ্যার ভূয়সী প্রশংসা করে বক্তারা বলেন, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এই বিশেষ প্রকাশনা সত্যি সাম্প্রদায়িক সম্প্রতির এক অটুট বন্ধন। এ প্রকাশনা শুধু ধর্মীয় অনুভুতিকেও সাড়া দিচ্ছেনা, সাহিত্য অঙ্গনেও বেশ প্রভাব ফেলছে। এ প্রকাশনার ধারাবাহিকতা অব্যাহত থাকলে অবশ্যই একদিন বাংলাদেশের সংস্কৃতিজন ও শুধীমহলে সমাদৃত হবে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});