বগুড়ায় বাঁধাকপি বাম্পার ফলন-কৃষক মাঠ দিবস পালিত

0 ৬১১

নিজস্ব প্রতিবেদক: কৃষিনির্ভর উত্তরবঙ্গে দীর্ঘদিন থেকেই বাণিজ্যিক ভাবে দিন দিন সবজি চাষ বৃদ্ধি পাচ্ছে। বগুড়ার সদরে এবছরে বাঁধাকপি বাম্পার ফলন হয়েছে। ফলে বাম্পার ফলন ও ভাল দাম পাওয়ায় কৃষক পরিবারগুলো মুখে হাসি ফুটেছে। এ মৌসূমে লাল তীর সীড লিঃ হাইব্রিড বাঁধাকপি ‘ম্যাজিক ৬৫’ ফলন সবার শীর্ষে ফলে কৃষক পরিবার এর মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে।

এর ফলে বগুড়া সদরের লাহিড়ীপাড়া মধুমাঝিড়া গ্রামে গত বৃহস্পতিবার লাল তীর সীড লিঃ বগুড়া অফিস আয়োজনে সবজি প্রদর্শনী কৃষক মাঠ দিবস পালিত হয়েছে। কোম্পানী পিডিএস ও ট্রেনিং বিভাগ ম্যানেজার জহুরুল ইসলাম ব্যবস্থাপনায় মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন লাল তীর সীড লিঃ বগুড়া ডিভিশনাল ম্যানেজার শফিকুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন রিজিওনাল ম্যানেজার হেলাল উদ্দিন বিশ্বাস।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ সহকারী কৃষি কর্মকর্তা এনামুল হক ও নূরুল ইসলাম। উপস্থাপনা করেন লাল তীর সীড লিঃ মার্কেটিং অফিসার ওমর ফারুক। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ব্যক্তিবর্গ’সহ প্রায় দুই শতাধিক কৃষক ও কৃষানীবৃন্দ।

 

Leave A Reply

Your email address will not be published.