সংবাদ বিজ্ঞপ্তি: শপথ গ্রহণের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে ধানমন্ডি ৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরপর সেখানে জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
এরআগে গত বুধবার (১০ জানুয়ারি) সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে স্বতন্ত্র হিসেবে বিজয়ী বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা এমপি হিসেবে শপথ নিয়েছেন।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, বাংলাদেশ সমিতি রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাজকুমার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুুর রহমান মধু, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষ, বর্তমান সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ, রুয়েট ছাত্রলীগের সাবেক সভাপতি ইসফাক ইয়াসসির ইপু, সাবেক সভাপতি নাইমুর রহমান নিবিড়, রুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌমিত সাহা প্রমুখ।