স্টাফ রিপোর্টার : রাজশাহীর স্বনামধন্য,অন্যতম বঙ্গবন্ধু কলেজে জাসদ ছাত্রলীগের কাউন্সিল অনুষ্ঠিত। বুধবার (২৪মে) রাজশাহী বঙ্গবন্ধু কলেজে অডিটোরিয়াম রুমে জাসদ সমর্থিত বাংলাদেশ ছাত্রলীগের কাউন্সিল অনুষ্ঠিত এবং কমিটি গঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিহাব উদ্দিন সোহাগ।
কাউন্সিল সভা সমন্বয় করেন মহানগর ছাত্রনেতা সোহেল রানা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জাসদের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাএনেতা সাইফুল করিম কাজল।
কাউন্সিলে মোঃ মিজানুর রহমান শাওনকে সভাপতি ও মোঃ সজীব শাহকে সাধারণ সম্পাদক করে সাত সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে সদস্য নির্বাচিত হয়েছেন,মোঃ নাইম আরাফাত, মোঃ শাওন ইসলাম,মোঃ হাসিবুল ইসলাম,মোঃ নাহিদ ইসলাম ও মোঃ নাবিল ইসলাম।
কাউন্সিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মহানগর জাসদের সহ সম্পাদক পাভেল ইসলাম মিমুল,মহানগর ছাএলীগের সদস্য নাফিজ সিহাবসহ কলেজের ছাত্রবৃন্দ।