বঞ্চিত শিশুদের সঙ্গে নওশাবার অন্যরকম সন্ধ্যা


গতকাল (১২ জুন) ঢাকা উদ্যানের সুইচ তাহমিনা বানু বিদ্যানিকেতের শিক্ষার্থীদের সঙ্গে ফল উৎসবে অংশ নেন নওশাবা।
যারা সবাই ঢাকা উদ্যানের বস্তির ছেলে-মেয়ে। তাদেরকে মৌসুমি ফলের স্বাদ দিতে এই উৎসবের আয়োজন করে স্কুলটির পৃষ্ঠপোষক সংগঠন সুইচ-বাংলাদেশ ফাউন্ডেশন।

ফল উৎসব ছাড়াও নওশাবা বাচ্চাদের সঙ্গে সাংস্কৃতিক ও খেলাধুলাতেও অংশ নেন।
এই শিল্পী বলেন, ‘সুবিধাবঞ্চিত শিশুরা আমাদের বাচ্চাদের চেয়েও স্বাধীন কিন্তু তাদের জীবন অনিশ্চয়তায় ভরা। এদের প্রতিভা আরও বিকশিত করতে তাদেরকে আমি আমার পাপেট টিমে যুক্ত করব।
