বন্যাদূর্গত এলাকার জন্য রাজশাহীতে অব্যবহৃত পোষাক ও প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বন্যাদূর্গত এলাকার জন্য অব্যবহৃত পোষাক ও প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহকরন কর্মসূচী পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে নিরাপদ সড়ক চাই (নিসচা), রাজশাহী জেলা শাখার উদ্যোগে রাজশাহী মহানগরীর সি এন্ড বি মোড়ে জেলা পরিষদ মিলনায়তনের সামনে এই কর্মসূচী পালন করে।
সাধারন জনগনসহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ স্বতস্ফুর্তভাবে স্বেচ্ছায় বহু পোষাক ও প্রয়োজনীয় সামগ্রী প্রদান করেন।
এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এ্যাড. তৌফিক আহসান টিটু, সাংগঠনিক সম্পাদক ডাঃ আমানুল্লাহ বিন আখতার আবিদ, কার্যকরী সদস্য- সবুজ আলী, সদস্য- মোহাম্মদ আলী, ইমরান হাসান, তৌহিদ, বশির, আফ্রিদি, শারমিন প্রমুখ।