

সকাল সাড়ে ৯টায় রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয় অলোকার মোড় থেকে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রাজশাহী কলেজ এ র্যালিটি শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লা ও সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা। এরপরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সভাপতি মেরাজ উদ্দিন মোল্লা ও সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা।
বক্তব্য রাখেন রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাভলু, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের এমপি আয়েন উদ্দিন।