বলিউডের ‘মাহি’ হচ্ছেন শ্রীদেবীকন্যা
জাহ্নবী কাপুরের ভক্তদের জন্য সুখবর। এবার মাহিরূপে ধরা দিচ্ছেন শ্রীদেবীকন্যা। সে জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছেন।
বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর গতকাল বুধবার থেকে ক্রিকেট ক্যাম্পে প্র্যাকটিস শুরু করে দিয়েছেন। এ প্রস্তুতি ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ সিনেমার জন্য। এতে তাঁর বিপরীতে অভিনয় করবেন ‘রুহি’ সহ-অভিনেতা রাজকুমার রাও। এ ক্রিকেট ড্রামা প্রযোজনা করছে করণ জোহরের ধর্ম প্রডাকশনস।
২৪ বছর বয়সী জাহ্নবী ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ কিছু ছবি শেয়ার করে লিখেছেন—ক্রিকেট ক্যাম্প, মিস্টার অ্যান্ড মিসেস মাহি। ছবিতে ভারতের জাতীয় দলের ক্রিকেটার দীনেশ কার্তিককে দেখা যাচ্ছে।
সিনেমাটি পরিচালনা করবেন শরণ শর্মা, ২০২০ সালে ‘গুঞ্জন সাক্সেনা : দ্য কারগিল গার্ল’ সিনেমা দিয়ে যাঁর পরিচালনায় অভিষেক হয়। এ সিনেমায় জাহ্নবী কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেন।
‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ সিনেমায় মহেন্দ্র চরিত্রে রাজকুমার রাও এবং মহিমা (মাহি) চরিত্রে জাহ্নবী কাপুরকে দেখা যাবে। সিনেমাটি মুক্তি পাবে এ বছরের ৭ অক্টোবর।
Comments are closed.