বলিউডে বালা’র পর কলকাতার টেকো!
বিনোদন ডেস্ক: সম্প্রতি ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে নতুন ট্রেন্ডের সিনেমা প্রচুর হচ্ছে। গৎবাঁধা বাণিজ্যিক ছবির গল্পের বাহিরে ছকভাঙা গল্প গুলো বেশ জনপ্রিয় হচ্ছে। সম্প্রতি আয়ুষ্মান খোরানার মাথায় টাক নিয়ে বিড়ম্বনার কাহিনী নিয়ে মুক্তি পেয়েছে ‘বালা’ নামের ছবি। এই ছবি মুক্তির পরের দিনই মুক্তি পায় একই বিষয় নিয়ে ‘উজর চামান’ নামের আরেকটি ছবি।
এদিকে এবার এই ধারাবাহিকতায় একই ঘরানার কাছাকাছি গল্পের ছবি মুক্তি পেতে যাচ্ছে টলিউডে। ‘টেকো’ নামের এই ছবিটির ট্রেলার সম্প্রতি সামনে এসেছে।
ছবির গল্পে দেখা যাবে, অলোকেশ একজন সরকারি চাকুরিজীবি মানুষ, যার গর্ব একটাই একমাথা চুল তার। কিন্তু একটি বিশেষ তেল ব্যবহার করেই রাতারাতি ‘টেকো’ হয়ে যান অলোকেশ। আর এই কারণেই তার বিয়েটাই ভেস্তে যেতে বসে । কিন্তু তিনি দমবার পাত্র নন, আদালতে ওই প্রসাধনী কোম্পানির বিরুদ্ধে মামলা করে দেন।
অভিমন্যু মুখার্জী পরিচালিত ‘টেকো’ ছবিতে অলোকেশের চরিত্রে রয়েছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী তার বিপরীতে আছেন শ্রাবন্তী চ্যাটার্জী। আগামী ২২ নভেম্বর মুক্তি পাবে ‘টেকো’।