বশেমুরবিপ্রবির নতুন উপ-উপাচার্য হলেন রাবি অধ্যাপক মো. সোহেল হাসান

0 ৩১৫
রাবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপ-উপাচার্য পদে  নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. মোঃ সোহেল হাসান।
মঙ্গলবার (২৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ. এস. এম কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে, নিয়োগের ক্ষেত্রে ৫টি শর্ত দেওয়া হয়েছে। এরমধ্যে রয়েছে উপ-উপাচার্য হিসেবে তাদের নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। উপ-উপাচার্য হিসেবে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি এবং অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।
 মহান আল্লাহ উপর শুকরিয়া জানিয়ে নব নিযুক্ত উপ-উপাচার্য  অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, কেউ যদি যোগ্য মানুষ হয় আল্লাহ তায়ালা একদিন না একদিন তার ফল দিবেন। এটা আমার বিশ্বাস ছিল। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি যে সুন্দরভাবে সেই দায়িত্ব পালন করতে পারি সেজন্য সকলের নিকট দোয়া চান।

Leave A Reply

Your email address will not be published.