বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে উত্তরণে সহায়তা অব্যাহত রাখবে আইএমএফ

0 ২৭৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে আজ সোমবার সাক্ষাত করেন আইএমএফ-এর ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর অন্তোনিয়েতে মোনসিও সাইয়েহ। ছবি : পিআইডি

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও উচ্চ আয়ের দেশে উত্তরণে তাদের সহায়তা অব্যাহত রাখবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাতকালে আজ সোমবার (১৬ জানুয়ারি) আইএমএফ-এর ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর অন্তোনিয়েতে মোনসিও সাইয়েহ এ আশ্বাস দেন।

আইএমএফের ডিএমডি বলেন, ‘২০৪১ সাল নাগাদ বাংলাদেশের একটি উন্নত, সমৃদ্ধ ও উচ্চআয়ের দেশে উত্তরণের আকাঙ্ক্ষা রয়েছে এবং এটা বাস্তবায়নে আইএমএফ বাংলাদেশকে তার সহায়তা অব্যাহত রাখবে।’

মোনসিও আরও বলেন, ‘আইএমএফ দীর্ঘদিন ধরে বাংলাদেশের উন্নয়ন সহযোগী এবং তিনি এই সম্পর্ককে আরও জোরদার করতে এসেছেন।’

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ বেলআউটের জন্য কোনো ধরনের সহযোগিতা চায় না বরং পূর্বপ্রস্তুতি হিসেবে বাংলাদেশ সহযোগিতা চেয়েছে। আমরা কোনো ধরনের বেলআউট চাই না। আমাদের এই কর্মসূচিটি বেইলআউট নয়।’

বৈঠকের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা মো. নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।

Leave A Reply

Your email address will not be published.