বাংলাদেশের চলমান হিন্দু নির্যাতনের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ সমাবেশ
নাটোর প্রতিনিধি : সারা বাংলাদেশের চলমান পরিস্থিতে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে সমাবেশ করেছে হিন্দু সম্প্রদায়ের মানুষ। শনিবার বিকেলে নাটোর কানাইখালী পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় এই সমাবেশ করে তারা। মানববন্ধনকালে বক্তারা তাদের বক্তব্যে বলেন, সারাদেশে মন্দির ভাংচুর, লুটপাট ও নির্যাতন করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অনুপস্থিতির সুযোগ নিচ্ছে দুষ্কৃতিকারীরা। এ সময় বক্তারা বর্তমান অন্তর্বতীকালীন সরকারের কাছে হিন্দুদেরকে সুরক্ষার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবী জানান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা হিন্দু মহাজোটের সদস্য সচিব দেবাশীষ কুমার সরকার, যুব মহাজোট নাটোরের সভাপতি সুজিত ঘোষ, সচেতন হিন্দু সমাজের প্রতিনিধি অ্যাডভোকেট প্রসাদ কুমার তালুকদার বাচ্চা, নাটোর ইসকন মন্দিরের পরিচালক নাম প্রেম দাস প্রভু সহ অন্যান্যরা।