বাংলাদেশের ছবিতে শ্রাবন্তী

0 ২,৪০৯

বিনোদন ডেস্ক : মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘যদি একদিন’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী। এতে তাকে দেখা যাবে অরিত্রী চরিত্রে। সম্প্রতি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন এই নায়িকা। ‘যদি একদিন’ ছবির শুটিং হবে বাংলাদেশে। ওয়ার্ক পারমিট নিয়েই ঢাকায় আসবেন শ্রাবন্তী। এরই মধ্যে তার ওয়ার্ক পারমিটের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এমনটাই জানিয়েছেন ছবির নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। শ্রাবন্তী বলেন, ‘আমার পূর্বপুরুষদের বাড়ি বরিশালে। তাই বাংলাদেশের প্রতি আমার আলাদা টান কাজ করে। এখানে আবার যাওয়ার সুযোগ পাওয়ার অনুভূতি দারুণ। ছবিটার কাজ শুরু করতে মুখিয়ে আছি। এর আগে দুই বাংলার যৌথ প্রযোজনায় ‘শিকারি’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন শ্রাবন্তী। এবার শুধুই বাংলাদেশের প্রযোজিত ছবিতে কাজ করতে আসছেন তিনি। নায়িকার ভাষ্য, ‘পরিচালক রাজের সঙ্গে কথা বলে খুব ভালো লেগেছে। তিনি আমাকে চমৎকারভাবে একটা গল্প শুনিয়েছেন। আশা করছি, দারুণ একটা কাজ হতে যাচ্ছে আমাদের।’
শ্রাবন্তীকে নেওয়া প্রসঙ্গে পরিচালক রাজ বলেন, ‘অরিত্রী চরিত্রে যেমন অভিনেত্রী দরকার ছিল শ্রাবন্তীর মধ্যে সবগুণই আছে। অনেক ভেবে চিত্রনাট্য অনুযায়ী তাকে নির্বাচন করেছি। ছবিটা পর্দায় এলেই বোঝা যাবে শ্রাবন্তীই এ চরিত্রের জন্য মানানসই।’ এর আগে ‘যদি একদিন’ ছবিতে চুক্তিবদ্ধ হন তাসকিন রহমান ও গায়ক তাহসান। তাদের দুজনের কার বিপরীতেই দেখা যাবে শ্রাবন্তীকে? রাজের রহস্যময় উত্তর, ‘হয়তো দুজনেরই। আবার হয়তো না।’ যদি একদিন রাজের সঙ্গে চিত্রনাট্য লিখছেন আসাদ জামান।

Leave A Reply

Your email address will not be published.