বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে রাসিক মেয়রের অভিনন্দন

0 ১৫০

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ দলের ৩য় ওয়ানডে ম্যাচে পাকিস্তান-অনূর্ধ্ব ক্রিকেট দলকে ৪ উইকেটে হারিয়ে বিজয়ী হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এই জয়লাভে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

এক অভিনন্দন বার্তায় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, দীর্ঘদিন পর অবশেষে রাজশাহীতে শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হলো। এটি আমাদের রাজশাহীবাসীর জন্য আনন্দের। আজকের ওয়ানডে ম্যাচে পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়ে জয়লাভ করায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের জয়ের এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে আশা করি।

Leave A Reply

Your email address will not be published.