বাংলাদেশ- আফগান লড়াই: পরিসংখ্যান কি বলছে?
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ আফগানিস্তানের থেকে শক্তিশালী দল। তবে সেটা টি-টোয়েন্টি ক্রিকেটে নয়, একদিনের ক্রিকেটে। ক্রিকেটের এ সংক্ষিপ্ত ফরম্যাটে বেশ শক্তিশালি আফগানরা। এ দুই দলের লড়াই হলে এক সময় বাংলাদেশই ফেবারিট ছিলো। এখন সেটা অতীত। পরিসংখ্যানে বেশ এগিয়ে ক্রিকেটের নতুন দল আফগানিস্তান।
ক’দিন আগে টেস্টেও তাদের সঙ্গে হেরেছে বাংলাদেশ। ওয়ানডেতেও হারার রেকর্ড আছে টাইগারদের। টি-টোয়েন্টির র্যাংকিংয়ে এগিয়ে আফগানরা। তাদের অবস্থান সাতে, বাংলাদেশ দশে!
এমনকি দু’দলের লড়াইয়ে এই ফরম্যাটে টাইগারভক্তদের কপালে ভাজ পরবে। চারবারের লড়াইয়ে টাইগারদের জয় একবার, হার তিনটিতে। জয় যেটি পেয়েছিলো সেটাও ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। কিন্তু সেই দলটির সঙ্গে বিস্তর ফারাক বর্তমান দলটির। তবে শেষ দেখায় তিনটিতেই হেরেছে টাইগাররা।