মোহনপুর প্রতিনিধি : রাজশাহীর জেলার মোহনপুর উপজেলার বাকশিমইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল আলম বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় বুধবার বেলা ১২ টায় মোহনপুর প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ হতে সংবর্ধনা ও অভিনন্দন দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন পবা-মোহনপুর-৩ আসনের সাংসদ আয়েন উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আব্দুস সালাম, সাধারন সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি আকতারুজ্জামান রানা, সাধারণ সম্পাদক নেসার আহম্মেদ তুহিনসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
গত মঙ্গলবার (৯ আগস্ট) বাংলাদেশ শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন কমিশনারবৃন্দরা তাকে সমিতির সভাপতি নির্বাচিত করেন। তিনি মোহনপুর উপজেলার বাকশিমইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব নিষ্ঠা সাথে পালন করে আসছেন।
পিতা মরহুম ইদ্রিস আলী প্রাং ছোট ছেলে উপজেলার ভাতুড়িয়া গ্রামের স্থায়ী বাসিন্দার।
Comments are closed.