
নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, স্থানীয় এমপি শহিদুল ইসলাম বকুলের সৎ ভাই জাহাঙ্গীর আলম তার পুকুরের মাছ চুরির হাত থেকে রক্ষা করতে পুকুরের চারপাশে বিদ্যুৎ এর তার দিয়ে রাখে। দুপুরে মিরাজ মৃধা ওই পুকুরের পাড়ে ঘাস কাটতে গিয়ে অসাবধানতা সেই বিদ্যুতের তারে বিদ্যুৎতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এদিকে এই ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল আজম খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরৎহাল প্রতিবেদন তৈরি করে। ময়না তদন্তের জন্য মরদেহটি নাটোর সদর হাসপাতালে প্রেরণ করা হবে।