বাগাতিপাড়ায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৩ পালিত

0 ১৬৪

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : “নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী”- এ প্রতিপাদ্যে, নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা প্রশাসন ও কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) উপজেলা শাখার উদ্যোগে ‘বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৩’ উপলক্ষে আলোচনা সভা করা হয়।

বুধবার সকালে বড়াল সভাকক্ষে অনুষ্ঠিত এ সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। সভার শুরুতে ’ক্যাব’ অত্র শাখার সভাপতি আব্দুল মজিদ ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম তপু সদ্য যোগদান করা ইউএনও কে ফুল দিয়ে বরণ করেন।

এসময় উপস্থিত থেকে বিশ্ব ভোক্তা অধিকার দিবস নিয়ে বক্তব্য দেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল,মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম শাপলা, ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী,এসিল্যান্ড সুরাইয়া মমতাজ,উপজেলা সমবায় অফিসার ইবনে জামান মোঃ ফয়জুল কবীর,জাতীয় সাংবাদিক সংস্থ্ার সেক্রেটারী সোহেল রানা তুহিন,উপজেলা প্রেসক্লাব’র সেক্রেটারী ফজলে রাব্বি, পেড়াবাড়িয়া দাখিল মাদ্রাসার সুপার শামসুল আরেফিন প্রমুখ।

শেষে ক্যাব’র পক্ষ থেকে ভোক্তা অধিকার সম্পর্কিত বিভিন্ন প্রচার পত্র সর্বসাধারণের মধ্যে বিতরণ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.