আরিফুল ইসলাম তপু : নাটোরের বাগাতিপাড়ায় প্রান্তিক এক কৃষকের বসতবাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ওই কৃষক পরিবারের প্রায় ৪ ঘরের কৃষি পণ্য ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত আড়াইটার দিকে উপজেলার মাড়িয়া নওদাপাড়া এলাকার কৃষক আবু বক্করের বাড়িতে এ ঘটনা ঘটে।
আবু বক্কর জানান, রাতে হঠাৎ করেই বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে ঘরে আগুন লেগে যায়। জাগা পেয়ে মসজিদের মাইকে বললে এলাকার লোকজন এসে আগুন নেভাতে থাকে। পরে ফায়ার সার্ভিস এসে সম্পূর্ণ আগুন নেভায়।
তিনি বলেন, ৩টি শোবার ঘর বাদে বাকি ৪টি ঘরে কৃষি পণ্য ছিলো। ৪ বিঘা জমির পাট, পেয়াজ, রসুন, ধান-গম ও আসবাবপত্রসহ রান্না ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।আগুনে পুড়ে ওই পরিবারের বেশ ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয় ইউপি সদস্য বেলাল হোসেন ।
বাগাতিপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মঞ্জুরুল আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ওই বাড়ির ইটের দেয়াল ছাড়া প্রায় সব কিছুই পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক এক লাখ টাকার মতো বলে জানতে পেরেছি।
Comments are closed.