বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় ১ কেজি গাঁজাসহ রবিউল ইসলাম সেন্টু (৩৫)কে আটক করেছে র্যাব। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ডোমরাই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রবিউল উপজেলার সোনাপুর বাজার এলাকার দুখু মÐলের ছেলে। এ সময় একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ঘটনায় বাগাতিপাড়া মডেল থানায় মাদক মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেন,নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন।
Comments are closed.