আরিফুল ইসলাম তপু : নাটোরের বাগাতিপাড়ায় ৬ কেজি গাঁজাসহ লিটন হোসেন(৩০)নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে গোপন তথ্যের ভিত্তিতে এস আই মোস্তোফা কামাল সঙ্গীয় ফোর্সয়ের অভিযানে, উপজেলার বিহারকোল বাজারের কামালের চা স্টল থেকে তাকে আটক করা হয়। আটককৃত লিটন নাটোর সদর উপজেলার কুমিল্লাপাড়া এলাকার মৃত মজনু আলীর ছেলে।
বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করে বিজ্ঞ আদালতের মাধ্যমে আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Comments are closed.