স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলার বাঘা থানার আড়ানী এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই টি ভেজাল গুড় তৈরির আড়ৎ মালিককে আর্থিক জরিমানা আদায় করা হয়েছে। বুধবার সকালে বাঘা উপজেলার আড়ানী এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন রাজশাহী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জানা যায়, র্যাব-৫, সদর কোম্পানী অধিনায়ক এসপি নাজলী সেলিনা ফেরদৌসী ও সিনিঃএএসপি সনজয় কুমার সরকার এবং মোঃ হাসান আল মারুফ, সহকারী পরিচালক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজশাহী জেলা কার্যালয় এর সমন্বয়ে গঠিত ভ্রাম্যমান আদালত রাজশাহী জেলার বাঘা উপজেলার খোর্দ্দ বাউসা ও পাঁচপাড়া নামক গ্রামে ভেজাল আখের গুড় বিক্রী এবং সংরক্ষণ করার অপরাধে
মোঃ সেকেন্দার আলী (৫৫), এর নিকট থেকে ৫ শত ৫৫ কেজি ভেজাল আখের গুড় জব্দ ও তিন লক্ষ টাকা জরিমানা এবং মোঃ দুলাল হোসেন মন্ডল (৫৮) এর নিকট থেকে তিন শত কেজি ভেজাল আখের গুড় জব্দ এবং সত্তর হাজার টাকা জরিমানা সর্বমোট ৮ শত ৫৫ কেজি ভেজাল আখের গুড়, চুন ৩ কেজি, কাপড়ের রং ১ কেজি, ফিটকিরি দেড় কেজি, ডালডা ৪ কেজি, চিনি সাড়ে ৪ কেজি জব্দ করা হয় এবং তিন লক্ষ সত্তর হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জব্দকৃত আলামতসমূহ ধ্বংস করা হয়েছে এবং জরিমানাকৃত তিন লক্ষ সত্তর হাজার টাকা সরকারী কোষাগারে জমা করা হয়েছে।
Comments are closed.