বানেশ্বরে মহাসড়কের ময়লা আবর্জনায় পরিস্কার করলো সেবা সদস্যরা

0 ১৪০

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহী বানেশ্বরে গত ৫ আগস্ট সরকার পতনের খবর ছড়িয়ে পড়লে সরকার বিরোধী দলীয় মহল আনন্দ উল্লাসে ফেটে পড়লে কিছু দুষ্কৃতিকারী পতনকৃত সরকার সমর্থীত মহলের দোকানঘর হামলা করে ভাংচুর ও লুটপাট করে। দোকানের কিছু মালামাল ও আসবাবপত্র মহাসড়কে ফেলে আগুন ধরিয়ে দেয়। যার ফলে রাস্তায় ময়লা আবর্জনার স্তুপে পরিনত হয়।
মহাসড়কের ময়লা আবর্জনায় সকল প্রকার যানবহন ও সাধারন মানুষের চলাচ বিঘ্নিত হওয়ায় বানেশ্বরের সেবা মুলক ছাত্র সংগঠন ”সেবা-ফাউন্ডেশন” এর সদস্যরা সড়কে জমে থাকা আবর্জনা সরিয়ে নেওয়ার সিন্ধান্ত মোতাবেক সংগঠনটির পরিচালক ”প্রান্ত শাহরিয়ার অয়ন “এর নেতৃত্বে সংগঠনটির সকল সদস্য ও এলাকার কিছু ব্যক্তি মিলে পরিচ্ছন্ন কাজটি সম্পন্য করেন।
উক্ত পরিচ্ছন্য কাজে উপস্থিত ছিলেন ”সেবা-ফাউন্ডেশন” এর পরিচালক মো: প্রান্ত শাহরিয়ার অয়ন, সাথে আরো ছিলেন মো এহসানুল হক মুগ্ধ, সামিউল ইসলাম, ইখতিয়ার আহমেদ নূর, মো রবিউল আওয়াল আকাশ, মোঃ মনিরুল ইসলাম সাদ, মোঃ আবু সুফিয়ান তানভীর, মো: জাহিদ হোসেন, মো: আব্দুল্লাহ ইবনে আলি, মো: মাসুম আলী, দুর্জয় সাহা, সুপ্রিয় সরকার, প্রীতম কুমার পাল, মো মেরাজ আলী, মোঃ বাপ্পি হাসান, মো শাওন আলী, মো রানা ইসলাম, মোঃ জাকারিয়া জয়, মো শাকিন সাহারিয়া শুভ সহ প্রমুখ।
পরিচালক অয়ন বলেন, আমরা সকলে যদি নিজেদের এলাকার দায়িত্ব নিজেরাই নেই তবেই পুরো দেশ সংস্কার করা সম্ভব।

Leave A Reply

Your email address will not be published.