পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ) এর কেন্দ্রীয় কমিটির ১ নং সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হলেন রাজশাহীর পুঠিয়ার শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল।
বিইউপিএফ এর নির্বাচন কমিটির আহবায়ক আতাহারুল ইসলাম বুলবুল জানান, বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা রিপোর্টার ইউনিটিতে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ) এর কেন্দ্রীয় কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সময় মনোনয়নের মাধ্যমে ৭১ সদস্য বিশিষ্ট্য কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসাবে গাইবান্ধা এলাকার চেয়ারম্যান মাহাবুবুর রহমান টুলু, ১ নং সিনিয়র সহ-সভাপতি হিসাবে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল, সাধারণ সম্পাদক হিসাবে নরসিংদী এলাকার চেয়ারম্যান নাজিম উদ্দিন ভূইয়া রিপন এবং সাংগঠনিক সম্পাদক হিসাবে নারায়ণগঞ্জ এলাকার চেয়ারম্যান জাহিদ হোসেন জিন্না মনোনয়নের মাধ্যমে নির্বাচিত হন।