বিএনপিকে উন্নয়ন দিয়ে জবাব দেবে আওয়ামী লীগ: কাদের

১২৪
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফাইল ছবি
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতারা সরকারের সমালোচনা করলে তার জবাব উন্নয়ন দিয়ে দেবে আওয়ামী লীগ।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) উত্তরার দিয়াবাড়ি এলাকায় মেট্রোরেলের তথ্য ও প্রদর্শনী কেন্দ্র উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

বিজয়ের মাস ডিসেম্বরে মেট্রোরেলের উদ্বোধন হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এর ভাড়া হবে প্রতি কিলোমিটার ৫টাকা। সর্বনিম্ন ভাড়া ২০টাকা জানিয়ে তিনি বলেন, উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ভাড়া হবে ১০০ টাকা।

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারা ফ্রি ভ্রমণ করতে পারবেন মেট্রোরেলে। এসময় প্রদর্শনী কেন্দ্রে স্থাপিত টিকেটিং সিস্টেম পর্যবেক্ষণ করেন মন্ত্রী। পরে মন্ত্রী সাংবাদিকদের জানান, কমলাপুর থেকে বিমানবন্দর পর্যন্ত ৩১কিলোমিটারের আরেকটি এমআরটি লাইনের কাজ শিগগিরই শুরু হবে। এই মেট্রোরেলের ২১ কিলোমিটার পাতাল এবং ১০কিলোমিটার মাটির ওপর দিয়ে যাবে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

Comments are closed.