বিএনপি’র ডাকা অবরোধ কর্মসুচি নাটোরে ঢিলেঢালাভাবে পালিত

0 ১০০

নাটোর প্রতিনিধি: বিএনপি ও সমমনাদের ডাকা অবরোধ কর্মসুচি নাটোরে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে । রবিবার সকালে যাত্রী অভাবে ঢাকাগামী দূরপাল্লার কোচ ছেড়ে যায়নি। কাউন্টার মাষ্টাররা বলছেন তারা ভোর থেকে কাউন্টার খুলে বসে আছেন। কিন্তু যাত্রী সংখ্যা খুব কম। কম যাত্রী নিয়ে তো গাড়ি ছাড়া যায় না। যাত্রী হলেই গাড়ি ছাড়বেন তারা। আন্তজেলা পরিবহনের বাসগুলো চলাচল করছে।

তবে গাড়ির সংখ্যা এবং যাত্রী সংখ্যা স্বাভাবিক সময়ের চেয়ে কম হওয়ায় সময় ঠিক থাকছে না। ঢাকায় যাওয়ার জন্য এসে গাড়ি না ছাড়ায় যাত্রীরা পড়েছে সমস্যায়। সোহানুর রহমান নামের এক যাত্রী বললেন অবরোধের কথা না জেনে বাড়ি থেকে বের হয়ে এখন গাড়ি পাচ্ছেন না। আবার ট্রেনের টিকিটও যে পাবেন তার কোন নিশ্চয়তা নেই।

কিন্তু জরুরী প্রয়োজনে তাকে ঢাকায় যেতেই হবে। ফরিদ নামের এক যাত্রী জানান , অবরোধের তেমন কোন প্রচার না থাকায় অনেকে জানতে পারেন না। নেতারা এভবে হরতাল অবরোধ দিয়ে বসে থাকেন। এতে জনগণ পড়ে সমস্যায়।

Leave A Reply

Your email address will not be published.