নাটোর প্রতিনিধি: বিএনপির ডাকা দ্বিতীয় বারের দেশব্যাপী দুই দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিনের মত পালিত হচ্ছে নাটোরে। রবিবার নাটোর থেকে দুরপাল্লার ও আন্তঃজেলা গণপরিবহনগুলো বন্ধ রয়েছে।
তবে ছোট ছোট যানবাহন ও লেগুনা চলতে দেখা গেছে। সকাল থেকেই বিপাকে পড়েছে শিক্ষার্থী ও অফিসগামী যাত্রীরা। অতিরিক্ত টাকা খরচ করে ছোট ছোট গাড়ীতে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে তাদের। সকালের দিকে সড়কের কোন জায়গায় আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর কোন সদস্যকেও দেখা যায়নি।
তবে শহরের কোথাও কোন অপ্রীতিকর ঘটনারও কোন খবর পাওয়া যায়নি। এদিকে বিএনপির ডাকা দ্বিতীয় বারের দেশব্যাপী দুই দিনের অবরোধ সফল করার লক্ষ্যে নাটোরে সড়কে টাায়ার জ্বালিয়ে পিকেটিং করেছে বিএনপি। তারা মহাসড়কে লাঠিসোটা হাতে ঝটিকা বিক্ষোভ করে।
রবিবার ভোরে নাটোর-রাজশাহী মহাসড়কের একডালা এলাকায় এই বিক্ষোভ মিছিল ও পিকেটিং করে জেলা বিএনপির নেতা কর্মিরা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাসেল রনি, ছাত্রদলের সাবেক সভাপতি সানোয়ার হোসেন তুষার, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম সহ নেতা কর্মিরা। পিকেটিং করাকালে তারা সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দেয়।