বিএনপির মহাসচিব দ্বিতীয় দফায় করোনা পজেটিভ

৩৫৯

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যা ৬টায় মির্জা ফখরুলের কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ পাওয়া যায়। বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

শায়রুল জানান, বিএনপির মহাসচিব ডাক্তার রায়হান রাব্বানীর তত্ত্বাবধানে নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন। তিনি করোনাভাইরাস প্রতিরোধক টিকার বুস্টার ডোজ নিয়েছেন।

আগামীকাল রোববার সকাল ১১টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে নবগঠিত যুবদল কমিটির নেতৃবৃন্দকে নিয়ে বিএনপি মহাসচিবের শ্রদ্ধা নিবেদন কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে জানান শায়রুল।

উল্লেখ্য, চলতি বছর ১১ জানুয়ারি প্রথমবারের মতো কোভিড-১৯ পজিটিভ হয়েছিলেন ফখরুল।

Comments are closed.