বিএনপি চোখে সরষে ফুল দেখছে : ওবায়দুল কাদের

0 ৩১৭
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আজ সোমবার দুপুরে শান্তি সমাবেশে বক্তব্য দেন ওবায়দুল কাদের। ছবি : এনটিভি

খেলার জন্য বিএনপিকে রাজপথে আসার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি চোখে সরষে ফুল দেখছে। মানুষের জানমাল নিয়ে খেললে, খেলা হবে। যেকোনো নৈরাজ্যের বিরুদ্ধে মাঠে থাকবে আওয়ামী লীগ। সরকার হটাতে গিয়ে তারাই হটে যাবে।’

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আজ সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে শান্তি সমাবেশে ওবায়দুল কাদের একথা বলেন। বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শান্তি সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

বিএনপি-জামায়াতের যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে কাদের বলেন, ‘স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে শান্তি সমাবেশসহ নানা কর্মসূচি অব্যাহত থাকবে। কেউ আগুন নিয়ে খেলতে চাইলে তা মেনে নেওয়া হবে না। অসুস্থ রাজনীতি করার জন্য বিএনপিকে হাসপাতালে পাঠানো হবে। গোটা দলটাই অসুস্থ হয়ে পড়েছে। আওয়ামী লীগ এদেশে ভেসে আসেনি। বিএনপি সরকার পতন করবে আর বাংলার মানুষ চুপ করে বসে থাকবে, সেটা ভাবার কারণ নেই। সত্য কথা বলার সাহস নেই মির্জা ফখরুলের। তারা কথায় কথায় মিথ্যাচার করে।’

সমাবেশে সকাল থেকেই দলে দলে যোগ দেন বিভিন্ন ওয়ার্ড ও থানা আওয়ামী লীগের নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন তারা। বিএনপির চলমান কর্মসূচির জবাব দিতেই আজ রাজধানীর বিভিন্ন এলাকায় সমাবেশ করছে আওয়ামী লীগ। সমাবেশে যোগ দেন দলের কেন্দ্রীয় নেতারা।

Leave A Reply

Your email address will not be published.