বিএনপি নেতারা চায় না খালেদা জিয়া সুস্থ হোক : তথ্যমন্ত্রী

২২০
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি

খালেদা জিয়া অসুস্থ, তিনি যাতে সুস্থ হয়ে ওঠেন এ প্রার্থনা করছি। বিএনপি মনে হয় না চায় তিনি সুস্থ হোন। তিনি অসুস্থ থাকলে তাদের রাজনীতি করতে সুবিধা হয়, এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

সোমবার (১৩ জুন) সচিবালয়ে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

বিএনপি নেতারা এখন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছেন এমন মন্তব্য করে তথ্যমন্ত্রী জানান, ‘আজকে দেখলাম দলটির এক নেতা যেভাবে বক্তৃতা করছেন, বলছেন খালেদা জিয়া কাতরাচ্ছেন, আমার মনে হলো তিনিই কাতরাচ্ছেন। আসলে বিএনপির নেতারা চান না খালেদা জিয়া সুস্থ হোক।’

তথ্যমন্ত্রী আরও জানান, ‘আমাদের চিকিৎসকরা আগেও ওনাকে মেধা ও যোগ্যতা দিয়ে সুস্থ করে তুলেছেন। আগে তিনি যেমন অসুস্থ্ ছিলেন এবারের অসুস্থতা তেমন নয়, আগের চেয়ে ভালো অবস্থায় তিনি আছেন।’

Comments are closed.

সম্পাদক ও প্রকাশক : বিজয় কুমার ঘোষ। সহকারী বার্তা সম্পাদক : এএস সুমন। কার্যালয়ঃ পুঠিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭১১-০০০২৯৬, ০১৭১৮-১২১২৪২, ই-মেইলঃ newsbdsangbad24@gmail.com/ newsrajshahipratidin@gmail.com