মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুর: দিনাজপুরে বিকল ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী শ্যালক ও দুলাভাই নিহত হয়েছেন। রোববার (২০ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার কাউগাঁ রাজাপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শহরের বড়বন্দর এলাকার নবমুসলিম আনোয়ারুল ইসলাম (কৃষন মজুমদার) (২৩) ও সদর উপজেলার রামসাগর মনিহার পাড়া তাজপুর গ্রামের মৃত তৈয়ব উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (২২)। তারা সম্পর্কে শ্যালক-দুলাভাই।
এ বিষয়ে পুলিশ জানায়, তারা দু’জন ভোর সাড়ে ৫টার দিকে মোটরসাইকেলযোগে ফুলবাড়ীর দিকে যাচ্ছিল। পথে কাউগাঁ রাজাপুকুর এলাকায় ট্রাককে সাইড দিতে গিয়ে মহাসড়কেরে উপর বিকল অবস্থায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে রাস্তার উপর ছিটকে পড়ে দু’জনেই নিহত হয়। এ সময় তাদের উদ্ধার করতে গিয়ে ২২ বোতল ফেন্সিডিল পাওয়া যায়।
কোতয়ালী থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান জানান, এ ব্যাপারে কোতয়ালী থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
Comments are closed.