আলমগীর,বিনোদন :
সম্প্রতি উত্তরার ‘আপন ঘর’ শুটিং হাউসের লোকেশেনে ‘সুরেশ খাটি সরিষা তেলে’র নতুন বিজ্ঞাপনের শুটিং শেষ হলো্। এস.এম হোসেন বাবলার পরিচালনায় সুরেশ খাটি সয়াবিন তেলের বিজ্ঞাপনে মডেল হয়েছেন পীরজাদা হারুন, তানিন সুবাহ, শান্ত সহ অন্যান্যরা।
বিজ্ঞাপনের মডেল হওয়া প্রসঙ্গে চিএনায়িকা তানিন সুবাহ বলেন, ‘সিনেমা নিয়ে আমার অনেক ব্যস্ততা যাচ্ছে। তারপরও এই বিজ্ঞাপনের গল্প এবং আমার কাজের গুরুত্ব অনেক। তাই কাজ করে বেশ আনন্দ পেয়েছি।’
নির্মাতা এস এম হোসেন বাবলা বলেন, সুরেশ খাটি সরিষা এবারের বিজ্ঞাপনে নতুনত্ব আছে। মডেলরাও ভালোভাবে পারফরমেন্স করেছেন। বিজ্ঞাপনটি প্রকাশ পেলে করছি ভালো সাড়া পাবো।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Prev Post
Next Post