বিজয়ীর বেশে দেশে ফিরলেন টাইগাররা
স্পোর্টস ডেস্ক : জয়-হারের মিশ্র অনুভূতি নিয়ে প্রায় দেড় মাসের ক্যারিবীয় সফর শেষে সকালে দেশে ফিরছে টাইগাররা। নিউইয়র্ক থেকে এমিরেটস এয়ারলাইন্সযোগে বৃহস্পতিবার (৯ আগস্ট) সকাল ৮টা ৪৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
গত ২২ জুন ২ টেস্ট, ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টি খেলতে উইন্ডিজ যায় বাংলাদেশ দল। দল দেশে ফিরলেও এখনই ফিরছে না দলের কয়েকজন ক্রিকেটার। ওয়ানডে সিরিজ শেষে ছুটিতে আছেন মাশরাফি, মুশফিক। ছুটি নিয়েছেন তামিম-সাব্বিররাও।
আর মাহমুদুল্লাহ যাবেন সেখান থেকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে। তবে দলের সাথে ফেরেন অধিনায়ক সাকিব ও প্রধান কোচ স্টিভ রোডস।
ওয়েস্ট ইন্ডিজ সফরেরর শুরুটা মোটেই সুখকর হয়নি। দুই টেস্টে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ায় টাইগাররা।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ২-১ জিতে নিয়ে প্রায় নয় বছর পর বিদেশের মাটিতে সিরিজ জয়ের স্বাদ পায় বাংলাদেশ। এরপর টি-টোয়েন্টি সিরিজটি ২-১ নিজেদের করে নেয় টাইগারবাহিনী।
এই সফরে টাইগারদের টেস্ট র্যাংকিংয়ে অবনতি হয়েছে। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ে কিছুটা উন্নতি হয়েছে।সেই সাথে টাইগার খেলোয়াড়দের র্যাংকিংয়েও উন্নতি হয়েছে।
ব্রেকিংনিউজ/