বিবাহবিচ্ছেদে ৫৭ কোটি টাকা পাচ্ছেন সামান্থা!

২৩৫
দক্ষিণ ভারতীয় চিত্রনায়িকা সামান্থা আক্কিনেনি। ছবি : সংগৃহীত

চার বছরের সংসারজীবনের ইতি টেনেছেন জনপ্রিয় দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। আজ বিকেলে সামাজিক পাতায় এক যৌথ বিবৃতিতে স্বামী অভিনেতা নাগা চৈতন্য ও সামান্থা দুজনেই বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিটের খবর, এই বিবাহবিচ্ছেদের ফলে নাগা চৈতন্যের কাছ থেকে ভরণপোষণ বা খোরপোশ বাবদ ৫০ কোটি রুপি পাচ্ছেন সামান্থা; যা বাংলাদেশি মুদ্রায় ৫৭ কোটি টাকার বেশি। দু-এক মাসের মধ্যে আইনগত সব প্রক্রিয়া সম্পন্ন হবে।

২০১৭ সালের ৭ অক্টোবর দীর্ঘদিন প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসেন নাগা চৈতন্য ও সামান্থা। ভারতীয় গণমাধ্যমে দীর্ঘদিন ধরে দক্ষিণী এই ডিভার বিবাহবিচ্ছেদের গুঞ্জন ছিল।

সম্প্রতি সামান্থা অভিনীত ‘দ্য ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজের দ্বিতীয় মৌসুমের ব্যাপক সাফল্য পায়। পত্রপত্রিকার খবর, সামান্থার হাতে রয়েছে দুটি তামিল সিনেমা। একটি বিজয় সেতুপতির সঙ্গে ‘কথু ভাকুলা রেন্দু কাধাল’, অপরটি ‘শকুন্তলম’, যেখানে পৌরাণিক চরিত্র শকুন্তলার ভূমিকায় দেখা যাবে সামান্থাকে।

Comments are closed.