বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মীর জাতীয় পার্টিতে যোগদান

0 ১৩১
পাবনা  প্রতিনিধি: বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টির জেলা কমিটির সহসভাপতি ও আটঘরিয়া উপজেলা জাতীয় পাটির সভাপতি মোঃ রেজাউল করিম খোকন এর হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগদান করেন।
বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকালে জাতীয় পার্টি  একদন্ত কার্যালয়ে যোগদানকারীরা হলেন-আটঘরিয়া পৌর সভার ৯ নং ওয়ার্ডের কন্দর্পপুর  গ্রামের মৃত আকবর আলীর ছেলে মোঃ আসলাম আলী( পরিবেশ ভাই),
একদন্ত ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বারইপাড়া গ্রামের মৃত আব্দুস কুদ্দুস শেখের ছেলে আমিরুল ইসলাম, নিয়ামতপুর নরজান গ্রামের মৃত তাহেম উদ্দিন  শেখ এর ছেলে অবসর প্রাপ্ত সার্জন হাসান রেজাসহ শতাধিক বিভিন্ন দলের নেতা কর্মী এসময় জাতীয় পার্টিতে যোগদান করেন।
এসময় আটঘরিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি রেজাউল করিম খোকন বলেন,  আমি পাবনা-৪, (আটঘরিয়া-ঈশ্বরদী) আসনের বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে প্রতিনিয়তি উঠান বৈঠক ও মতবিনিময় করছি।
আমার দলের নেতাকর্মীদের সাথে সবসময় যোগাযোগ করে আসছি। গত নির্বাচনে আমি এই আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হয়ে নির্বাচন করেছি।
আমি আশাবাদী আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পাবনা-৪, (আটঘরিয়া-ঈশ্বরদী) আসন থেকে আমাকে মনোনয়ন দিলে আমি বিজয়ী হবো ইনশাআল্লাহ।
উক্ত যোগদান অনুষ্ঠানে উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.