বিয়ের চাপে তামান্না!

0 ৭৬
তামান্না ভাটিয়া

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী তামান্না ভাটিয়ার বিয়ে নিয়ে বেশ চিন্তিত তার পরিবার। বয়স ৩৪ বছর হলেও এখনও বিয়ের পিঁড়িতে বসেননি এই নায়িকা। পরিবার থেকে তাকে বিয়ের চাপ দেওয়া হচ্ছে।

অন্যদিকে তামান্না চেয়েছিলেন বয়স ৩০ বছর পেরোলেই বিয়ে করে দুই সন্তান নিয়ে সংসারি হবেন। কিন্তু তা হয়নি।

তামান্নার পরিবার নায়িকার বিয়ে নিয়ে আর দেরি করতে চাইছে না। শিগগিরই পছন্দের পাত্রের কাছে নিজেদের মেয়েকে তুলে দিতে চান তারা। অবশ্য তামান্নার জন্য বিয়ের পাত্রও প্রস্তুত।

দীর্ঘদিন ধরেই অভিনেতা বিজয় বর্মার সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন এই অভিনেত্রী। তাকেই বিয়ে করতে পারেন তামান্না। এই শীতেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন দুজন। ইতোমধ্যেই দুই তারকার পরিবারে বিয়ের আলাপ চলছে বলে জানা গেছে।

কিছু দিন আগে এক সাক্ষাৎকারে বিয়ের বিষয়ে তামান্না বলেছিলেন, বিয়ে একটা বড় দায়িত্ব। তাই তখনই সম্মতি দেওয়া উচিত, যখন সে দায়িত্ব নেওয়ার জন্য সম্পূর্ণ তৈরি থাকবে।

প্রসঙ্গত, তামান্না আরও বলেন, খুব ছোট বয়স থেকে কাজ শুরু করি। ইন্ডাস্ট্রিতে চিত্রনায়িকারা সর্বোচ্চ ১০ বছরের ক্যারিয়ার গড়তেন। আমিও নিজের বিষয়ে এমনই চেয়েছিলাম। ৩০ বছর পর্যন্ত কাজ করে বিয়ে করে সন্তান নিয়ে সংসার করব ভেবেছিলাম। কিন্তু আমার ত্রিশেই যেন পুনর্জন্ম হলো’।

Leave A Reply

Your email address will not be published.