
মঙ্গলবার (২৬ জানুয়ারী) রাত সাড়ে ১০ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। বিরল ফায়ার সার্ভিস স্টেশন এর ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোঃ আজাহারুল ইসলাম জানান, বোচাগঞ্জ অভিমুখ থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো- ১৮-৭৯০২ নং ট্রাকের সাথে ১৫০ সিসি টিভিএস এ্যাপাচী লাল রংয়ের মোটর সাইকেল এর মুখোমুখি সংঘর্ষ ঘটলে মোটরসাইকেল আরোহী ০৩ জন ঘটনাস্থলেই নিহত হয়।

বিরল থানার অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিব জানান, পুলিশ ঘটনাস্থলে পৌছে ট্রাক ও মোটরসাইকেল হেফাজতে নিয়ে পরিবারের নিকট লাশ হস্তান্তর করে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করে। রাতে এ রিপোর্ট লেখাকালীন ট্রাক ও মোটরসাইকেল ঘটনাস্থলেই ছিল এবং লাশ নিহতদের বাড়ীতে পৌঁছেছিল।