বিশ্বকাপের বাছাইপর্বে শারমিনের ইতিহাস গড়া সেঞ্চুরি

১৭৯
বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি করলেন শারমিন আক্তার সুপ্তা। ছবি : সংগৃহীত

বিশ্বকাপের বাছাইপর্বে দারুণ ছন্দে আছেন বাংলাদেশের মেয়েরা। এবার নতুন একটি ইতিহাস গড়লেন শারমিন আক্তার সুপ্তা। মেয়েদের ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি করলেন তিনি।

আজ মঙ্গলবার জিম্বাবুয়েতে অনুষ্ঠিত বিশ্বকাপের বাছাই পর্বে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে এই কীর্তি গড়েন শারমিন। যুক্তরাষ্ট্রের বিপক্ষে এই ম্যাচে তিনি ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ১৩০ রানের একটি অপরাজিত ইনিংস খেলেন। ১৪১ বল খরচ করেছেন, যাতে ১১টি চারের মার রয়েছে।

শারমিনের অসাধারণ সেঞ্চুরির ওপর ভর করে বাংলাদেশ ৩২২ রানের বড় সংগ্রহ গড়ে।

বাংলাদেশের হয়ে এর আগে সর্বোচ্চ দুটি ইনিংস ছিল সালমা খাতুন ও রুমানা আহমেদের। দুজনেই ৭৫ রান করে করেছিলেন। শারমিন এর আগে সর্বোচ্চ ৭৪ রান করেছিলেন।

বিশ্বকাপের বাছাইপর্বের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারায় বাংলাদেশ। সে ম্যাচে ৭ উইকেটে ২০১ রান সংগ্রহ করেছিল পাকিস্তান। জবাব দিতে নেমে দুই বল হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ। দলের হয়ে ৬ বাউন্ডারিতে ৪৪ বলে সর্বোচ্চ ৫০ রান করেন রুমানা। ৯০ বলে ৪৫ করেন ফারজানা হক।

Comments are closed.