বিশ্বকাপের ম্যাচে ১ বলে ১৪ রান
ভারতের বিপক্ষে বল হাতে কোনো প্রতিরোধই গড়তে পারছেন না বাংলাদেশি বোলাররা। উইকেটে নেই কোনো মুভমেন্ট। এতে জয়ের পথে হেসে-খেলেই এগিয়ে যাচ্ছে ভারত।
আর ইনিংসের ১৩তম ওভারে ২৩ রান দেন টাইগার পেসার হাসান মাহমুদ। আর তার ১ বল থেকেই আসে ১৪ রান।
এদিন বিরাটের বিপক্ষে ইনিংসের ১৩তম ওভারে পরপর দুটি নো বল দেন এ পেসার। এতে প্রথম ফ্রি হিটে বাউন্ডারি এবং দ্বিতীয় ফ্রি হিটে ওভার বাউন্ডারি হাঁকান কোহলি। পরপর দুটি নো বলই তুলো-বুনো করেন ভারতীয় টপ-অর্ডার এ ব্যাটার।
হাসানের এ ওভার থেকেই প্রথম ব্যাক-থ্রু ফেলেছিল বাংলাদেশ। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে ফেরান তিনি। ডিপ স্কয়ার লেগে হৃদয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন রোহিত। ৪০ বলে ৭ চার ও দুই ছক্কায় ৪৮ রানে ফেরেন ভারতীয় অধিনায়ক।
এর আগে, ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৫৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। ওপেনিংয়ে দুর্দান্ত শুরুটা হলেও মিডল-অর্ডারের ব্যর্থতায় এ পুঁজি দাঁড় করায় টাইগাররা। দলের হয়ে ওপেনার লিটন দাস সর্বোচ্চ ৬৬ রানের ইনিংস খেলেন। এ ছাড়া জুনিয়র তামিম ও রিয়াদের ব্যাট থেকে এসেছে ৫১ ও ৪৬ রান।