বিশ্বকাপের সূচি ঘোষণার দিন জানাল বিসিসিআই

ওয়ানডে বিশ্বকাপের সময় বাকি আর চার মাস। কিন্তু এখনও চূড়ান্ত সূচি আইসিসির কাছে জমা দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। মূলত, ভারত ও পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্বের জের ধরে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যকার চলমান দ্বন্দ্বের কারণেই বিলম্ব হচ্ছে মূল সূচি প্রণয়ণে।
তবে চলতি সপ্তাহেই মূল সূচি ঘোষণা করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী ২৭ জুন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে ওয়ানডে বিশ্বকাপের সূচি।
ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো তাদের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।
২৭ জুন থেকে বাকি থাকবে বিশ্বকাপের ১০০ দিন। আর সে কারণেই এই দিনটিকে বেছে নিয়েছে বিসিসিআই। এদিন থেকেই শুরু হবে বিশ্বকাপের কাউন্টডাউনও। মুম্বাইয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশিত হবে সূচি।
গেল বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ড টুর্নামেন্টটির উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে। সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৫ ও ১৬ নভেম্বর। ফাইনাল ম্যাচটি হবে ১৯ নভেম্বর আহমেদাবাদে।