বিশ্বকাপে আফগানদের বিপক্ষে বাংলাদেশের জয় সত্যিই অঘটন

0 ১২৭
বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ। ছবি : এএফপি

বিশ্বকাপের আগেও বাংলাদেশকে সমীহ করত দলগুলো। এমন কি পেস বিভাগ নিয়ে বেশ প্রশংসাও কুড়িয়েছে বাংলাদেশ। আসরের শুরুটাও হয়েছিল তেমন। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়। কিন্তু এরপরই বদলে গেল পুরো প্রেক্ষাপট। প্রথম ম্যাচের পর বাংলাদেশ দেখে শুধু হতাশা। টানা ছয়টি ম্যাচে হেরেছে তো বটেই প্রশ্ন উঠেছে হারের ধরন নিয়েও।

একের পর এক পরাজয়ে বাংলাদেশের বিদায় ঘণ্টা বেজে গেছে কলকাতাতেই। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে হার দিয়ে শুরু করা আফগানরা উড়ছে দারুণ ছন্দে। সেমিফাইনালের আশাও বেঁচে আছে তাদের। তাইতো, বাংলাদেশের বিপক্ষে আফগানদের হেরে যাওয়া ম্যাচটিকে এবারের বিশ্বকাপের অন্যতম অঘটন বলে ধরে নিচ্ছেন ক্রিকেটবোদ্ধারা।

ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়াও তাই মনে করেন। তার চোখে, আফগানদের বিপক্ষে বাংলাদেশের জয়টি অঘটনই বটে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) আকাশ চোপড়া লিখেছেন, ‘বাংলাদেশের কাছে আফগানিস্তানের হার এই বিশ্বকাপের সত্যিকারের অঘটন, যেটা বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র জয়। যদি আফগানিস্তান জয় দিয়ে বিশ্বকাপ শুরু করত, তারা আজই (গতকাল) সেরা চারে চলে যেত।

Leave A Reply

Your email address will not be published.