বিশ্বকাপে ভালো খেলবে বাংলাদেশ, আশা প্রধানমন্ত্রীর
দুয়ারে কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ। আর মাত্র চারদিন পরই শুরু হবে ক্রিকেটের এই মহাযজ্ঞ। বাইশ গজে ব্যাটে-বলের লড়াই শুরুর আগে বাংলাদেশকে নিয়ে আশার বাণী শোনালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ভয়েস অব আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে আসন্ন বিশ্বকাপ নিয়ে এই প্রত্যাশার কথা জানান তিনি। আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) সাক্ষাৎকারটি প্রচার হয়।
ওই সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী জানান, ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে বাংলাদেশ ভালো করবে বলে আশাবাদী তিনি। পাশাপাশি সাকিব-মিরাজদের নিজেদের সবটুকু উজাড় করে দিয়ে খেলার পরামর্শ দেন।
বাংলাদেশ দল নিয়ে প্রত্যাশার প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘আমরা সব সময় আশা করি, অবশ্যই বিশ্বকাপে একটা ভালো খেলা দেখাতে পারব। বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছি, এটাই তো সবচেয়ে ভালো। ভালোভাবে খেলতে পারলে ভালো রেজাল্টও করতে পারবে, আমার আশা সব সময়।’
প্রধানমন্ত্রীর ক্রিকেট প্রেম কারও অজানা নয়। সময় পেলে প্রায়ই তিনি মাঠে ছুটে যান ক্রিকেটারদের উৎসাহ যোগাতে। এমনকি, খেলোয়াড়দের খোঁজখবরও রাখেন তিনি। সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, ‘এখানে আসার আগেও তাদের সঙ্গে কথা বললাম, প্লেয়ারদের সঙ্গে কথা বলি, অর্গানাইজার থাকে, তাদের সঙ্গেও কথা বলি। আমি সব সময় খেয়াল রাখি, খেলাধুলা, স্পোর্টসে যেন আমাদের দল ভালো করে, সেদিকে সব সময় দৃষ্টি থাকে।’
এরপর ক্রিকেটারদের বার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘বাংলাদেশের সম্মানটা যেন বজায় থাকে, তারা সবটুকু ঢেলে দিয়ে আন্তরিকতার সঙ্গে খেলবে, সেটাই আমি চাই।’
আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপ। বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ অক্টোবর, আফগানিস্তানের বিপক্ষে। তার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। যার মধ্যে প্রথমটিতে শ্রীলঙ্কাকে হারিয়ে নিজেদের প্রস্তুতির শুরুটা দারুণভাবে রাঙিয়েছে সাকিব আল হাসানের দল। এবার মূল আসরে লিটন-মুস্তাফিজরা কেমন রাঙাতে পারেন সেটাই দেখার অপেক্ষা!